নিউজ ডেস্ক : ইসরায়েলিদের নতুন তাণ্ডবের জবাবে গাজা থেকে ইসরাইলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দুই মাস ধরে চলমান যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন বর্বর আক্রমণের প্রতি এটিই প্রথম প্রতিক্রিয়া।
হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা তেল আবিবের শহরটিতে 'এম-৯০' রকেট ছুড়েছে।
ইসরায়েলিরা বলেছে, মধ্য ইসরায়েলে তিনটি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। একটিকে বাধা দেওয়া হয়েছে আর দুটি একটি খোলা জায়গায় পড়েছে।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমানের মধ্যেই চলতি সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। এ বিষয়ে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গত মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭০ জনেরও বেশি ছাড়িয়ে গেছে। তবে এই সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিএনএন থেকে জানাগেছে, গত জানুয়ারি থেকে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর গাজা থেকে এই প্রথম রকেট হামলা চালানো হলো। মঙ্গলবার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে আবার একদিন পর স্থল আক্রমণও শুরু করে ইসরায়েল।
অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের থেকেও গাজায় নতুন করে বর্বর আক্রমনের জবাবে রাতারাতি ইসরায়েলের ওপর হামলা চালানো হয়েছে। ইরান-সমর্থিত এই সংগঠনটি জানিয়েছে, গাজায় ইসরায়েলের নতুন করে যুদ্ধ শুরু হওয়ার প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আর ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙার পর এটি ছিল তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা।
এদিকে, গতকাল বুধবার(১৯মার্চ)নিজদেশ জেরুজালেমে বিক্ষোভকারীদের ক্রোধের মুখোমুখি হন বেনিয়ামিন নেতানিয়াহু। হাজার হাজার মানুষ ইসরায়েলের পার্লামেন্টের বাইরে নতুন করে সংঘাতের বিরোধিতা করতে জড়ো হন।
বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি ক্ষমতায় থাকতে এবং জোটকে টিকিয়ে রাখতে যুদ্ধ পুনরায় শুরু করছেন। গাজা যুদ্ধ নিয়ে বিভক্তির কারণে দীর্ঘদিন ধরে তার জোট সরকার ভেঙে পড়ার হুমকিতে রয়েছে।