ঢাকা | বঙ্গাব্দ

টঙ্গীতে দুই শিশুকে জবাই করে হত্যা

গাজীপুরের টঙ্গীতে আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬)নামে দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যার করার ঘটনা ঘটেছে। নিহত দুই শিশু আপন ভাই ও বোন।
  • আপলোড তারিখঃ 19-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 136438 জন
টঙ্গীতে দুই শিশুকে জবাই করে হত্যা ছবির ক্যাপশন: নিহত দুই শিশু
ad728


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬)নামে দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যার করার ঘটনা ঘটেছে। নিহত দুই শিশু আপন ভাই ও বোন। 


শুক্রবার ( ১৮ এপ্রিল) বিকেল চারটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর রূপবানের মার টেক সানোয়ার মিয়ার আটতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় একটি রুমে এঘটনাটি ঘটে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।


নিহত শিশু আব্দুল্লাহ ও মালিহা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। তারা স্বপরিবারে পূর্ব আরিচপুর এলাকা জনৈক সানোয়ারের আট তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। 


স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে তারা থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তবে কেন বা কি কারনে শিশু দুইটিকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায় নি।


টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পুলিশ তদন্ত করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।