ঢাকা | বঙ্গাব্দ

‎দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য মৎস্য অফিস কর্তিক ছাগল ও শুকর বিতরণ

‎ ‎পনছড়িতে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে খাগড়াছড়ির পানছড়িতে মৎস্য সম্পদ উন্নয়নের আওতায় নিবন্ধিত জেলেদের মধ্যে হতে ২৫ জন দরিদ্র জেলেকে ছাগল ও শুকর বিতরণ করা হয়।
  • আপলোড তারিখঃ 28-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1413 জন
‎দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য মৎস্য অফিস কর্তিক ছাগল ও শুকর বিতরণ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


‎ইকবাল হোসাইন,  পানছড়ি প্রতিনিধি:

‎পনছড়িতে নিবন্ধিত জেলেদের  বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে খাগড়াছড়ির পানছড়িতে মৎস্য সম্পদ উন্নয়নের আওতায় নিবন্ধিত জেলেদের মধ্যে হতে ২৫ জন দরিদ্র জেলেকে ছাগল ও শুকর বিতরণ করা হয়। 

‎২৮  এপ্রিল  ২০২৫ সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ডা. রাজু আহম্মেদ   উপস্থিত  থেকে এসব ছাগল ও শুকর বিতরণ করেন। 

‎বিতরণ কালে জেলা মৎস্য কর্মকর্তা ডঃ রাজু আহম্মেদ   বলেন,পাহাড়ের  ছড়া /ঝিড়িতে মাছ কমে যাওয়ায় অনেকেই এখন  মৎস্য সংগ্রহ  করে জীবন জিবিকা নির্বাহ করতে পারছেন না। তাই সরকার পার্বত্যাঞ্চলের দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য ছাগল ও শুকর বিতরণ করছেন। 

‎এ সময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙ্গামাটি-এর আওতায় নিবন্ধিত জেলেদের মধ্য হতে গরীব অসহায় ২৫ জন জেলেকে বিকল্প কর্মসংস্থান হিসাবে (আয় বর্ধক) ১৬ জনকে ৪ টি করে ছাগল  এবং ৯ জনকে ২টি করে শুকর প্রদান করা হয়েছে।

‎পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প, খাগড়াছড়ি  জেলা সহকারী পরিচালক  মিঃ শরৎ কুমার ত্রিপুরা ,, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা প্রাণী সম্পদ  কর্মকর্তা ডাক্তার কবির আহাম্মেদ, উপ সহকারী  প্রকৌশলী জেলা মৎস্য অফিস রিংকন বিশ্বাস,  পানছড়ি  রিপোর্টার্স ইউনিটির সভাপতি  মোহাম্মদ রাশেদুজ্জামান অলি   সহ উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার