রাক্ষসের ছড়া
--মোহাম্মদ মনজুর আলম অনিক
তাং ২৩/৫/২০২৫ ইং
খোকা খুকু সোনা মনি
বলছি আমি ছড়া
এই দেশটা ছিল একটা
রাক্ষসেরি পাড়া।
রাক্ষসেরা রক্ত খেতো
মমিন মোল্লাদের,
মাংস খেয়ে পেট ভরাতো
তাদের নিজেদের।
নিরপরাধ মানুষেরা
রাস্তা দিয়ে চলতে,
পারতো নাকো প্রাণ খুলে
মনের কথা বলতে।
মানুষেরা ভয়ে ভয়ে
গাইতো তাদের জয়,
না গাইলে তাদের গুণ
প্রাণটি হতো ক্ষয়।
আয়না ঘরে নিয়ে গিয়ে
চামড়া খুলে নিতো,
না খাইয়ে না খাইয়ে
মেরে ফেলে দিতো।
মাথায় টুপি দেখলে দাড়ি
বলতো রাজাকার,
তারে ধরে করতো জুলুম
মটকে দিতে ঘাড়।