ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ের পাগলায় বিএনপির উদ্যোগে মাসব্যাপী ইফতার আয়োজন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান মাসব্যাপী ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 08-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2746 জন
গফরগাঁওয়ের পাগলায় বিএনপির উদ্যোগে মাসব্যাপী ইফতার আয়োজন ছবির ক্যাপশন: গফরগাঁওয়ে বিএনপির ইফতার মাহফিল
ad728



গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান মাসব্যাপী ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অসহায়-দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষসহ বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের জন্য ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা'র সার্বিক সহযোগিতায় মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করেছে পাগলা থানা বিএনপি।

গত শুক্রবার উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকায় নিগুয়ারী ইউনিয়ন বিএনপির আয়োজনে ও বিএনপি নেতা রিপন মাষ্টারের অর্থায়নে কয়েক হাজার লোকের ইফতারির মধ্যে দিয়ে ইফতার শুরু হয়। পুরো রমজান মাসজুড়ে চলবে ইফতার ও আলোচনা সভা এমনটাই জানিয়েছেন ডা. মোফাখখারুল ইসলাম রানা।

বিএনপি নেতা রিপন মাষ্টারের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মোফাখখারুল ইসলাম রানা'র লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চান।

এছাড়াও ইফতার মাহফিলে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শেখ মো. ইসহাক, আব্দুল হামিদ শেখ, বিএনপি নেতা আজহারুল হক, হাজী আব্দুস সাত্তার, আ: বাতেন, যুবদল নেতা মোহাম্মদ আলী বাবুল, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন