ঢাকা | বঙ্গাব্দ

বেনাপোলে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

যশোরের বেনাপোল বন্দর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 20-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 80360 জন
বেনাপোলে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
ad728



হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

যশোরের বেনাপোল বন্দর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার (২০ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি হলো আজিজ মিষ্টান্ন ভান্ডার ও নিউ মেডিসিন হাউস।


অভিযানে বিএসটিআই অনুমোদন ছাড়া ঘী বিক্রি, মোড়কজাত পণ্যে যথাযথ লেবেল ব্যবহার না করা এবং মিষ্টি ও দই সংরক্ষণের ফ্রিজে মাছ রাখার অপরাধে আজিজ মিষ্টান্ন ভান্ডারের মালিক আব্দুল আজিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে নিউ মেডিসিন হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান শেষে বাজারের ব্যবসায়ীদের নির্ধারিত দামে পণ্য বিক্রি, দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।


এ অভিযানে সহযোগিতা করেন বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন ও বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩