ঢাকা | বঙ্গাব্দ

কসবায় ইয়াবাসেবীর সাজা

গতকাল ৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ১১:০০ টার দিকে কসবা পৌরসভার ২নং ওয়ার্ডের জাজিসার এলাকায় মো: জিতু মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
  • আপলোড তারিখঃ 04-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 99949 জন
কসবায় ইয়াবাসেবীর সাজা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


অধ্যাপক শেখ কামাল উদ্দিন :

গতকাল ৩ এপ্রিল বৃহস্পতিবার  রাত ১১:০০ টার দিকে কসবা পৌরসভার ২নং ওয়ার্ডের জাজিসার এলাকায় মো: জিতু মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে জিতু মিয়ার বাড়িতে মোবারক হোসেন (৩০) কে ইয়াবা সেবনরত অবস্থায় এবং মাহাবুব আলম (৩৪) কে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। তারা স্বেচ্ছায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এর সম্মুখে দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০/ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

একাজে সহযোগিতা করেন কসবা থানা পুলিশ ও আনসার সদস্যগণ। 

মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল