ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ১১৮ প্রাথমিক বিদ্যালয়ে ‘স্পিকার’ বিতরণ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
  • আপলোড তারিখঃ 11-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9084 জন
গফরগাঁওয়ে ১১৮ প্রাথমিক বিদ্যালয়ে ‘স্পিকার’ বিতরণ ছবির ক্যাপশন: প্রাথমিক বিদ্যালয়ে ‘স্পিকার’ বিতরণ
ad728



 গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্পিকার বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব স্পিকার বিতরণ করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক এন. এম. আব্দুল্লাহ আল মামুন।  


ইউএনও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি।

তিনি আরও বলেন, এই স্পিকারগুলো আপনারা শ্রেণিকক্ষে ব্যবহার করে শিশু শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করবেন, পাশাপাশি এটি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর এ আলম ভূইয়া'র সভাপতিত্বে এসময় উপজেলা  ভেটেরিনারী সার্জন দেলোয়ার হোসেন সামী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি  এ কে এম হাবিবুর রহমান কাজল সহ বিভিন্ন প্রাইমারি স্কুলের প্রধানরা উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।