ঢাকা | বঙ্গাব্দ

কসবায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনায় বিএনপি চেয়ারপার্সন'র উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ্ব মুশফিকুর রহমানের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) বিকেলে কসবা মহিলা কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়েলি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আলহাজ্ব মুশফিকুর রহমান।
  • আপলোড তারিখঃ 28-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 21303 জন
কসবায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: কসবায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল
ad728


অধ্যাপক শেখ কামাল উদ্দিন:

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনায় বিএনপি চেয়ারপার্সন'র উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ্ব মুশফিকুর রহমানের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৫ মার্চ) বিকেলে কসবা মহিলা কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়েলি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আলহাজ্ব মুশফিকুর রহমান।


কসবা  উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। 


কসবা উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপি'র সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা বিএনপি'র সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মো. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপি নেতা মাঈনুল ইসলাম চপল, কসবা উপজেলা বিএনপি নেতা বেনজির আহমেদ রাশু, মো. আনোয়ার হোসেন, আশরাফ আলী, আলমগীর কবিরসহ কসবা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার