গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৮তম NTRCA এর মাধ্যমে উপজেলার স্কুল/মাদ্রাসায় নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিখন-শিখানো প্রক্রিয়া নিয়ে বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন
উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
এসময় তিনি নবীন শিক্ষক-শিক্ষিকাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষার মানোন্নয়নে এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাখখারুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি এস, এম, মোমতাজ উদ্দিন, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন সহ
জেলা ও উপজেলার সিনিয়র শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক/তাদের প্রতিনিধি এবং নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।