ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে ২ জন নিহত, আহত ২

চট্টগ্রামের আনোয়ারায় পিএবি সড়কে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২জন,আহত হয়েছেন আরও ২জন।
  • আপলোড তারিখঃ 31-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 54561 জন
চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে ২ জন নিহত, আহত ২ ছবির ক্যাপশন: মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২জন
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় পিএবি সড়কে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২জন,আহত হয়েছেন আরও ২জন। 

শনিবার (৩১ মে)আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন চট্টগ্রাম বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শামসুল ইসলামের পুত্র জিল্লুর রহমান (৪০), আরেকজন একই উপজেলার সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলি আহমেদের ছেলে মোহাম্মদ রাসেল (৩২)। 

আহতরা হলেন মো. আলমগীর (২৮) ও বিষ্ণু দাশ (২৯)।তাঁরা দুজনেও বাঁশখালী উপজেলার বাসিন্দা। তাঁদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনার বর্ণনা দিতে গিয়ে সেখানকার স্থানীয় বাসিন্দা মো. আজীম বলেন, একটি বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখতে পাই একটি দ্রুতগতির মাইক্রোবাস সিএনজিটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক ও যাত্রীকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল