মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কটিয়াদী বাজারে স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আঃ আজিজ প্রিন্সের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জজ কোর্টে পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. জালাল উদ্দিন। তিনি কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী মনিটরিং কমিটির আহবায়ক। অনুষ্টানটি উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌর বিএনপি সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী মনিটরিং কমিটির সদস্য এড. মাজহারুল ইসলাম, শিহাব উদ্দিন ফরহাদ, এড. ফাইজুল করিম মবিন, উবায়েদ উল্লাহ ওবায়েদ, কটিয়াদী উপজেলা বিএনপি সহ-সভাপতি মো. শফিকুর রহমান বাদল, শেখ জসিম উদ্দিন মেনু, মো. শহীদুল্লাহ, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ন আতিকুর রহমান মাসুদ, এমদাদুল হক বুলু, পাকুন্দিয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল আলম সুজন, কটিয়াদী উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামসুল হক চাঁন মিয়া মাষ্টার, কটিয়াদী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম মন্টু, সহ-সভাপতি মো. হাবিবু রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সিরাজী, মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, কটিয়াদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শরীফ মিয়া, পাকুন্দিয়া উপজেলা তাঁতীদলের সাধারন সম্পাদক মো. বোরহান উদ্দিন, পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌসসহ কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী মনিটরিং কমিটির আহবায়ক ও কিশোরগঞ্জ জজ কোর্টে পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. জালাল উদ্দিন বলেন, আমরা বিগত ১৭টি বৎসর স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামকে সফল করেছি। এতে আমাদের অনেক নেতাকর্মীর প্রাণহানী হয়েছে। সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনা বাংলাদশে ছেড়ে পালিয়ে মামার বাড়ি ভারতে আশ্রয় নিয়েছে। তিনি আরও বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করা হচ্ছে, তাই আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। তিনি বলেন, দলের ত্যাগী নেতাদেরকে সবার আগে নবায়ন করবেন এবং লক্ষ রাখতে হবে কোন অস্থাতেই যেন আওয়ামী স্বৈরাচারের দূষররা নতুন সদস্য হতে না পারে।