ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

খাগড়াছড়ির জেলার পানছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনে মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 21-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10534 জন
পানছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ছবির ক্যাপশন: পানছড়িতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন উপজেলা প্রশাসন
ad728


সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):

খাগড়াছড়ির জেলার পানছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনে মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

শুক্রবার ( ২১ ফেব্রুয়ারী)  পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার ফারহানা নাসরিন'র সভাপতিত্বে রাত ১২.০১ টায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে শহীদের স্মরণ করা হয়। সকাল ১১ ঘটিকায়  অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভার  ও সাংস্কৃতিক অনুষ্ঠানের করে এবং শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসন এর পক্ষে  উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,  আকবর আলী, উপজেলা কৃষি অফিসার  নাজমুল ইসলাম মজুমদার,  উপজেলা প্রকৌশলী  রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদদীন,   উপজেলা খাদ্য  কর্মকর্তা কফিল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, রেন্জ কর্মকর্তা কিশোলয় চাকমা ও  বন বিভাগ স্টাফ,  সোনালী ব্যাংক পিএলসি, ইউপি চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, আনন্দ জয় চাকমা প্রমুখ উপস্থিত থেকে শহীদ'দের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 

অপরদিকে পানছড়ি উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন প্রভাতফেরীর মাধ্যমে সকল ভাষা শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, যুব দলের আহ্বায়ক  আফসার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস আলী, ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম  সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও শহীদ দের আত্মার মাগফেরাত কামনা করে পানছড়ি জামায়াতে ইসলামী দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। সভায় উপজেলার সভাপতি মোঃ জাকির হোসেন, সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান সহ সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন