ইকবাল হোসাইন, পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে অসহায় দরিদ্র ১৫০ পরিবারকে রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
রবিবার ( ৯ মার্চ) সকাল এগারোটায় পানছড়ি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মফিজুর রহমান ভূঁইয়া'র উপস্থিতিতে ১৫০ জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।
এসময় জোন অধিনায়ক বলেন, মাহে রমজান সংযমের মাস , অত্যন্ত্য গুরুত্বপুর্ণ এ মাসে অনেকেই ভালো ইফতার কিনে নিতে পারেন না। দেশ মাতৃকার সেবায় সীমান্তে কঠোর নিরাপত্তা বিজিবি কাজ করে যাচ্ছে। একই সাথে পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনকল্যান মূলক এ ক্ষুদ্র সেবা । আল্লাহপাক সহায় থাকলে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
বিতরণকালে ৩ বিজিবি লোগাং জোনের স্টাফ কর্মকর্তাগন ছাড়াও বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী সহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন।