ঢাকা | বঙ্গাব্দ

দেশবিরোধী চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে

শনিবার (২০ সেপ্টেম্বর) শায়খুল হাদীস পরিষদের উদ্যোগে শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে হেফাজতের চার রাহবার-আল্লামা হ আহমাদ শফী রহ., আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ., আল্লামা নূরুল ইসলাম জিহাদী; নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম শীর্ষক জাতীয় কনফারেন্সে অনুষ্ঠিত হয় ।
  • আপলোড তারিখঃ 21-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 77 জন
দেশবিরোধী চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

উক্ত কনফারেন্সে বক্তারা বলেন,

দেশবিরোধী চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

শায়খুল হাদীস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাসান জুনাইদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হক ও আল আবিদ শাকিরের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

জাতীয় কনফারেন্সে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সহকারী পরিচালক মাওলানা জসিমউদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাও.  সাখাওয়াত হোসাইন রাজি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হুসাইন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, ।

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিনিয়র যুগ্ম মহাসচিব  মাওলানা জুনায়েদ আল হাবিব, নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাও. আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা নাসিরুদ্দীন মুনির।

জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের মহাসচিব মাওলানা মোহাম্মদ আলী,  মাখজানুল উলূম মাদ্রাসা, খিলগাঁওয়ের মুহতামিম মাওলানা জহুরুল ইসলাম, জামিআতুল মানহাল উত্তরার মুহতামিম মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী।

মুফতি সাঈদ নুর পীর সাহেব মানিকগঞ্জ, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার নাজেমে তালিমাত মুফতি আশরাফুজ্জামান, ব্যাংক কলোনী মাদরাসা সাভারের মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, মাওলানা হেলাল উদ্দীন, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.এর সাহেবজাদা মাওলানা জাবের কাসেমী, আল্লামা নূরুল ইসলাম জিহাদী সাহেবজাদা মাওলানা খালেদ বিন নূর , আল্লামা জুনায়েদ বাবুনগরীর জামাতা মাওলানা আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ, শায়খুল হাদীস পরিষদের সহসভাপতি মাওলানা মুহসিনুল হাসান, শাপলা স্মৃতি সংসদের নির্বাহী সভাপতি মাও. আবুল হাসানাত জালালী , শায়খুল হাদীস পরিষদের সহসভাপতি মুফতি মোহাম্মাদুল্লাহ, মাওলানা ফয়সাল আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস ও আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হুসাইন,  কেন্দ্রীয় সদস্য মাও. এহতেশামুল হক নোমান, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকি, মাওলানা মিজানুর রহমান মিসবাহ, মাওলানা মুবাশ্বির আহমাদ, মাওলানা তাওকির আহমাদ, গাজীপুর জোন আহ্বায়ক মাওলানা মাসুদুর রহমান, সাভার জোন আহ্বায়ক মাওলানা ফারুক আহমেদ, সদস্য সচিব মাওলানা মাহফুজ হায়দার , গুলশান-বাড্ডা জোন সদস্য সচিব মাওলানা মুনির হুসাইন, যাত্রাবাড়ি জোন আহ্বায়ক মাওলানা উজায়ের আমীন, কুমিল্লা জোন যুগ্ম-আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ, ফরিদপুর জোন যুগ্ম-আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ মোস্তফা , নরসিংদী জোন সদস্য সচিব মাওলানা ওয়ালিউল্লাহ , ভৈরব জোন যুগ্ম-আহ্বায়ক মাওলানা আল আমিন , মোহাম্মদপুর জোন সদস্য সচিব মাও. মিজানুর রহমান মিসবাহ প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

দেশবিরোধী চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে