অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. ফজলুর রহমান এসব কথা বলেন। তার উপর দলীয় বহিষ্কার আদেশ প্রত্যাহার ও কিশোরগঞ্জ ৪ আসনে মনোনয়ন পাওয়ার পর এটাই তার প্রথম কর্মী সম্মেলন।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীকে একতাবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেল জুলুম নির্যাতন সহ্য করেছি তবুও আমি সব সময় নেতা কর্মী ও হাওরের মানুষের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমি কখনো দল ও নেতা কর্মীদের ভূলিনি। তিনি নেতাকর্মীদের হুশিয়ার করে বলেন, আমি দলে কোন কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা।
তিনি আরও বলেন, যারা মুক্তি যুদ্ধের সময় দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থেকে দেশের ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছিল, মা বোনের ইজ্জত নষ্ট করেছিল, সেই জামাত শিবিরের ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে। সবশেষে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক ভাবে পরিচালনা করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এড. উম্মে কুলসুম রেখা।
এসময় উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির দানা, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল ও সাংগঠনিক সম্পাদক এস.এম শাহীনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।