ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

নওগাঁর সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 05-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1547 জন
সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল ছবির ক্যাপশন: ইসলামী আন্দোলনের গণমিছিল
ad728



স্টাফ রিপোর্টারঃ  নওগাঁর সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ - ১ সাপাহার,পোরশা,নিয়ামতপুর আসনের এমপি পদ প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মোঃ বেলাল হোসেন,সহ সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইউসুফ আব্দুল্লাহ হাবিবী,জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারী  মুফতি এনামুল হক,মহিলা বিষয়ক সম্পাদক মোঃ হাসান আলী,অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার সভাপতি খন্দকার ফারুক হোসেন।


সমাবেশে জুলাই অভ্যুত্থানের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা বলেন, 'সে দিনের শহীদদের স্মরণ করেই আমাদের সংগ্রামের পথ সুগম করতে হবে।’


আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জুলাই শহীদের রক্ত বৃথা যেতে দেব না: চসিক মেয়র শাহাদাত