ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ভোটাধিকার বিষয়ে সচেতনতা বিষয়ক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

"আস্থার মূলনীতি সাম্প্রদায়িক সম্প্রীতি" প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে উপজেলা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে ও তৃণমূল উন্নয়ন সংস্থা'র আস্থা প্রকল্পের আওতায় সংবেদনশীল ও অহিংস সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সুশাসন এবং ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 20-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26555 জন
খাগড়াছড়িতে ভোটাধিকার বিষয়ে সচেতনতা বিষয়ক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728



খাগড়াছড়ি প্রতিনিধি।।

"আস্থার মূলনীতি সাম্প্রদায়িক সম্প্রীতি" প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে উপজেলা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে ও তৃণমূল উন্নয়ন সংস্থা'র আস্থা প্রকল্পের আওতায়  সংবেদনশীল ও অহিংস সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সুশাসন এবং ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২০মার্চ) বিকালে জেলা সদর গাছবান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এ উপলক্ষ্যে দেশাত্মবোধক গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক ত্রিনা চাকমা।


শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থা'র রিপোর্টিং ও মনিটরিং কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা। পরে গাছবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি দেওয়ান,ভাইবোনছড়া ইউনিয়নের সদস্য পূর্ণ ভূষণ ত্রিপুরা,নারী কার্বারী রেখা চাকমাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।


 আলোচনা সভার পাশাপাশি গান,কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ভোটাধিকার বিষয়ে নাগরিকদের  সচেতনতা বৃদ্ধি বিষয়ক নাটক প্রদর্শন করা হয়। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার