ঢাকা | বঙ্গাব্দ

শরীয়তপুরে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি

সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করা ও শরীয়তপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
  • আপলোড তারিখঃ 20-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11096 জন
শরীয়তপুরে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি ছবির ক্যাপশন: শরীয়তপুরে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি
ad728



শরীয়তপুর প্রতিনিধি: সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করা ও শরীয়তপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের   যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান। বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মামুন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান মান্নান ও সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম খলিল ফিরোজ বলেন, গত ১৫ বছরে ছাত্রদল সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। স্বৈরাচারী হাসিনার পতন ঘটাতে গিয়ে ৪৪৬ জন ছাত্রদলের নেতাকর্মী শহীদ হয়েছেন। অসংখ্য নেতাকর্মী হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। যা অন্য কোনো ছাত্র সংগঠনে হয়নি। আর 

নিষিদ্ধ ছাত্রলীগের পেতাত্মা গুপ্ত সংগঠনের সদস্যরা এখন ছাত্রদলকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী ফ্যাসিস্টরা দেশের শিক্ষাঙ্গনের পরিবেশ ধ্বংস করেছিলো। এখনও ষড়যন্ত্র চলছে। তবে তারা সফল হবে না। শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের সৈনিক এসব ভয় পায় না। 

তিনি আরও বলেন, ছাত্রদলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। তাদের কাছে দলের আদর্শ তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে তৃণমূল থেকে ছাত্রদল আরও শক্তিশালী হবে। তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

দেশ ও দলের ক্রান্তিকালে যারা রাজপথে নিজেদেরকে প্রমাণ করেছেন এখন তাদের মূল্যায়ন করার সময়। ৫ আগস্টের আগের বাংলাদেশে রাজপথে থাকা পরিশ্রমী ছাত্রনেতাদের অবশ্যই ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হবে। আর ছাত্রদল হচ্ছে মেধা ও মননের রাজনীতিতে বিশ্বাসী। তাই নিয়মিত এবং মেধাবীদেরকে মূল্যায়ন করা হবে। তবে অন্যান্য নেতাকর্মীদের মাঝে যারা ত্যাগী তাদেরকেও নিরাশ করা হবে না। 

বিশেষ অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান আল মারজান বলেন, ছাত্রদল দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ও মেধাবীদের সংগঠন। যারা নিয়মিত ছাত্র আগামীতে তাদের দিয়েই ছাত্রদল তৈরি হবে। সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, এমনকি থানা-ওয়ার্ড পর্যায়ে যাচ্ছেন ছাত্রদলের নেতারা। শিক্ষার্থীরা সমর্থন জানাচ্ছে। এ কার্যক্রমে ব্যাপক সাড়া মিলছে। ছাত্রদল যে পজিটিভ ধারার রাজনীতি করছে-এটা শিক্ষার্থীরা পছন্দ করছে। শিক্ষার্থীরা চায় এই ধারাটা অব্যাহত থাকুক। আগামী দিনে ছাত্র নেতৃত্ব এখান থেকেই বেরিয়ে আসবে।

এসময় ছাত্রদলের বিভিন্ পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম সংগ্রহ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা