ঢাকা | বঙ্গাব্দ

পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীর আস্থানায় সেনা অভিযান : অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম নরেন্দ্র কারবারী পাড়ায় অভিযান চালিয়েছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। অভিযানে উপজাতীয় সশস্ত্র সন্ত্রসী সংগঠন ইউপিডিএফের গোপন আস্থানার সন্ধান মিলে। সেখান থেকে অস্ত্র, ওয়াকিটকি, স্পাই ক্যামেরা সহ সংগঠনটির সামরিক প্রশিক্ষণ শাখার বই উদ্ধার করেছে সেনাবাহিনী।
  • আপলোড তারিখঃ 29-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5774 জন
পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীর আস্থানায় সেনা অভিযান : অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার ছবির ক্যাপশন: উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম
ad728


স্টাফ রিপোর্টার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম নরেন্দ্র কারবারী পাড়ায় অভিযান চালিয়েছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। অভিযানে উপজাতীয় সশস্ত্র সন্ত্রসী সংগঠন ইউপিডিএফের   গোপন আস্থানার সন্ধান মিলে। সেখান থেকে অস্ত্র, ওয়াকিটকি, স্পাই ক্যামেরা সহ সংগঠনটির সামরিক প্রশিক্ষণ শাখার বই উদ্ধার করেছে সেনাবাহিনী। 


২৯ জুলাই মঙ্গলবার ভোর রাত ৪ টার পর এসব উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।


খাগড়াছড়ি সেনা রিজিয়ন জানায়, বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারী পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর একটি সশস্ত্র দল অবস্থান করছে গোয়েন্দা সুত্রে এমন তথ্য পান। পরে রিজিয়নের নির্দেশনায় ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা গতকাল (সোমবার) রাত থেকেই অভিযানের প্রস্তুতি গ্রহণ করে। 


আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে বাঘাইহাট জোনের সেনা টহল দল ঐ এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে।


এ সময় সেনাবাহিনী উপজাতীয় সন্ত্রাসীদের একটি সশস্ত্র আস্থানা ও দলকে শনাক্ত করতেও সক্ষম হয়। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে জানিয়েছে সেনাবাহিনী। একপর্যায়ে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, একটি এলজি, ৩টি দেশীয় তৈরী বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন, ৪২ টি এসএমজি গুলির খালী খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকি টকি, দুইটি স্পাই ক্যামেরা, ৪ টি ইউপিডিএফ'র পতাকা ও সামরিক শাখার বই সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। 


অভিযানের নেতৃত্ব দেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে.কর্ণেল মো. মাসুদ রানা।


সেনাাবহিনী জানায়, তাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে। পাহাড়ের শান্তিপূর্ণ সাধারণ জনগণের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি রেখে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত