ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আজ রোববার(০৬জুলাই) বিকেল পাঁচটার দিকে নগরের ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 06-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26102 জন
চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

 


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আজ রোববার(০৬জুলাই) বিকেল পাঁচটার দিকে নগরের ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত তরুণের নাম আতাউর রহমান (১৯)। তিনি নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাঁর গ্রামের বাড়ি বাঁশখালীতে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু সাফায়েত ইসলাম (১৯)। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।




ইপিজেড থানার উপপরিদর্শক মামুনুর রশিদ জানিয়েছেন, সাফায়েত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। পেছনে বসেছিলেন আতাউর। তাঁর মাথায় হেলমেট ছিল না। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই পড়ে যান। ঘটনাস্থলেই আতাউর মারা যান।


দুর্ঘটনার পরপর সিএনজি অটোরিকশাটি পালিয়ে যায়। আতাউরের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।



এদিকে ইপিজেড থানাধীন নেভি গেট এলাকায় বিকেল সাড়ে পাঁচটার দিকে অপর একটি দুর্ঘটনায় ওসমান (৪৫) নামের একজন হকার আহত হয়েছেন। তাঁকে একটি ট্রেলার ধাক্কা দেয় বলে জানিয়েছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন। ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল