আতাউল গণি, স্টাফ রিপোর্টার
"আপনাদের আস্থাই আমাদের এগিয়ে চলার শক্তি" প্রতিপাদ্যে গ্রাহক আস্থার ৪ দশকে কিশোরগঞ্জ জেলার এবি ব্যাংক অষ্টগ্রাম শাখার উদ্যোগে ব্যাংকের গ্রাহক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে এবি ব্যাংক মিলনায়তনে ১০জন সেরা গ্রাহককে এ সম্মাননা প্রদান করা হয়। শাখা ব্যবস্থাপক মোঃ হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে ব্যাংকের সহজলভ্য ও লাভজনক বিভিন্ন গ্রাহক সেবা তুলে ধরেন ব্যাংক অফিসার সামিউর রহমান। অনুুুষ্ঠান শেষে সেরা গ্রাহকদের হাতে ক্রেস্ট তুলে দেন শাখা ব্যবস্থাপক মোঃ হানিফ।