ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষক দিবসে যশোরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক খাদিজা খাতুন গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়কে করেছেন আলোকিত

ভালো শিক্ষক মানেই কেবল পাঠদান নয় তিনি দিকনির্দেশক, অনুপ্রেরণাদাতা ও সমাজ গড়ার কারিগর। যশোরের শার্শা উপজেলার বাগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ খাদিজা খাতুন যেন তারই জীবন্ত উদাহরণ।
  • আপলোড তারিখঃ 17-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4226 জন
শিক্ষক দিবসে যশোরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক খাদিজা খাতুন  গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়কে করেছেন আলোকিত ছবির ক্যাপশন: শ্রেষ্ঠ প্রধান শিক্ষক খাদিজা খাতুন
ad728



হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

ভালো শিক্ষক মানেই কেবল পাঠদান নয় তিনি দিকনির্দেশক, অনুপ্রেরণাদাতা ও সমাজ গড়ার কারিগর। যশোরের শার্শা উপজেলার বাগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ খাদিজা খাতুন যেন তারই জীবন্ত উদাহরণ।


বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে যশোর জেলার ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত হয়েছেন এই নিবেদিতপ্রাণ শিক্ষিকা। সম্প্রতি খুলনা বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) প্রেরিত নির্দেশনার আলোকে যশোর জেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম স্বাক্ষরিত তালিকায় তার নাম ঘোষণা করা হয়।


গত এক দশক ধরে খাদিজা খাতুন বিদ্যালয়টিকে কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং শিশুদের স্বপ্ন দেখার ক্ষেত্র হিসেবে গড়ে তুলেছেন। তার নেতৃত্বে বিদ্যালয়ে উপস্থিতির হার বেড়েছে, শিক্ষার্থীদের ফলাফল উন্নত হয়েছে এবং প্রতিষ্ঠার দীর্ঘ ৪২ বছর পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমবারের মতো বৃত্তি অর্জন করেছে। স্থানীয় অভিভাবকদের মাঝেও তৈরি হয়েছে শিক্ষার প্রতি সচেতনতা।


বিদ্যালয়ের পরিবেশ এখন গোছানো ও প্রাণবন্ত। খেলার মাঠে দৌড়ঝাঁপ, গানে-অভিনয়ে অংশ নেওয়া কিংবা পাঠচক্রে ব্যস্ত শিক্ষার্থীদের চোখেমুখে ফুটে ওঠে আত্মবিশ্বাস। স্থানীয়রা বলছেন, এই পরিবেশ গড়ে ওঠার নেপথ্যে আছেন প্রধান শিক্ষিকা খাদিজা খাতুনের অক্লান্ত পরিশ্রম।


খাদিজা খাতুন বলেন,

বিদ্যালয়টা যখন হাতে পাই, তখন যেন ভেঙে পড়া এক ঘর। শিক্ষকরা বেশিদিন থাকতেন না, শিক্ষার্থীরাও পাশের স্কুলে চলে যেত। আমি কায়িক পরিশ্রম করেছি, শিক্ষার্থীদের পাশে থেকেছি। প্রতিষ্ঠার ৪২ বছর পর আমাদের স্কুল থেকে শিক্ষার্থীরা প্রথম বৃত্তি পায়। শিক্ষা দপ্তর আমার এই প্রচেষ্টা মূল্যায়ন করায় আমি আনন্দিত ও কৃতজ্ঞ। তবে জরাজীর্ণ স্কুল ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ হলে আরও ভালোভাবে সন্তানদের মানুষ গড়তে পারব।


ব্যক্তিগত জীবনে তিনি জমজ এক ছেলে ও এক মেয়ের জননী। সন্তানদেরও একই বিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন, যেন তারা অন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা হতে পারে। শিক্ষক পরিবারে বেড়ে ওঠা খাদিজা খাতুনের বাবা ও শ্বশুর দু’জনই শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি বাগআঁচড়া এলাকার হেলাল মো. আবু রায়হানের স্ত্রী।


শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন। সহকর্মীরা মনে করছেন, এই সম্মাননা শুধু একজন শিক্ষকের স্বীকৃতি নয়, বরং পুরো শিক্ষাক্ষেত্রের জন্যই এক অনুপ্রেরণা।


একইসাথে, যশোর সদরের পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা রাজিয়াকে ‘গুণী সহকারী শিক্ষক’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।


শিক্ষাবিদদের মতে, শিক্ষক দিবসে এই স্বীকৃতি প্রমাণ করে অবহেলিত গ্রামীণ বিদ্যালয়গুলোতেও আছেন নিবেদিতপ্রাণ শিক্ষকরা, যারা নিরলস পরিশ্রমে গড়ে তুলছেন আগামী দিনের বাংলাদেশ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।