ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ার ১৫টি গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ও ১৫ টি স্কুলকে সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা।

কচুয়া উপজেলার ১৫ টি গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম, ১৫ টি স্কুলকে সমন্বিত সবুজ বিদ্যালয় ও মঘিয়া ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 17-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4138 জন
কচুয়ার ১৫টি গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ও ১৫ টি স্কুলকে সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা। ছবির ক্যাপশন: পরিবেশবান্ধব গ্রাম উদযাপন অনুষ্ঠান
ad728



নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)। 

কচুয়া উপজেলার ১৫ টি গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম, ১৫ টি স্কুলকে সমন্বিত সবুজ বিদ্যালয় ও মঘিয়া ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন  ঘোষণা করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে এটির উদযাপন অনুষ্ঠানে কচুয়া এপি ম্যানেজার এলিস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকবর হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, কৃষি সম্প্রসারণ অফিসার শেখ নাইমুর রশিদ লিখন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস। অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন প্রোগাম অফিসার আগষ্টিন মিস্ত্রি ও লিপি পান্ডে। এছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এদিন ১১ জন শিশুকে শিশুশ্রম থেকে ফিরেস্বাভাবিক জীবনে আসার জন্য প্রতিজনকে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।##



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।