ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের হালিশহরে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
  • আপলোড তারিখঃ 08-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 362 জন
চট্টগ্রামের হালিশহরে ছুরিকাঘাতে যুবক নিহত ছবির ক্যাপশন: সংগৃহিত
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।


শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে হালিশহরের চুনা ফ্যাক্টরির শাপলা আবাসিকের মুখে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আকবর সেখানকার একটি লোহার ডিপোতে কর্মরত ছিল বলে জানা যায়।


নিহতের বোন জানিয়েছেন, শুক্রবার রাত ৯টার দিকে আকবরকে একটি মোটরসাইকেলযোগে এসে ৪ থেকে ৫ জনের একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। সেখানে আরো লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে তারা কাজ সেরে স্থান ত্যাগ করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। দুর্বৃত্তদের মধ্যে কয়েকজনকে চিনতে পেরেছে স্থানীয় দোকানদাররা।


চমেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নুরুল আলম আশিক জানান, হালিশহর থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত আকবর নামে এক যুবককে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হবে ।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান