ঢাকা | বঙ্গাব্দ

আবারও পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্তে ২৬ নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ

খাগড়াছ‌ড়ির জেলার পানছড়ি ও মা‌টিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে আবারও ভারতীয় ২৬ নাগ‌রিক‌কে পুস ইন ক‌রেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ।
  • আপলোড তারিখঃ 26-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 105748 জন
আবারও  পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্তে ২৬ নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



সেলিম হোসেন মায়া (স্টাফ রিপোর্টার):

খাগড়াছ‌ড়ির জেলার পানছড়ি ও মা‌টিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে আবারও ভারতীয় ২৬ নাগ‌রিক‌কে পুস ইন ক‌রেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ।


সোমবার (২৬ মে ২০২৫) ভোর সাড়ে ৫ টার দিকে  মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং ডিপিপাড়া সীমান্ত দিয়ে ১৯ জন, নারী পরুষ ও শিশু এবংদ পানছড়ির সীমান্ত ডাইন চন্দ্র পাড়া/ সীমানা পাড়া দিয়ে ৭ জন নারী, পুরুষ ও শিশু পুশ ইন করা হয়। 


পুশইন করা আটক ব্যাক্তিরা জানান, ২০১২ সালে তারা  কাজের সন্ধানে  ভারতের হরিয়ানা রাজ্য যায়।  সেখান হথে তাদের আটক করে বিমান যোগে চোখ- হাত বেধে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসে।গত রাতের শেষদিকে ১০৮ বিএসএফ কর্তৃক পানছড়ি উপজেলার লোগাং  ইউনিয়ন সীমান্ত ডানচন্দ্রবাড়ি এলাকা দিয়ে ৭ জন ও মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং ডিপিপাড়া এলাকার সীমান্ত দিয়ে ১৯ জন নারী পরুষ ও শিশু পুশ ইন করা হয়েছে।


মাটিরাঙ্গা  উপজেলায় পুশ ইন হওয়া ১৯ জন বিজিবি-র কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে। পানছড়ি উপজেলার ৭ জন থানা পুলিশের  কাছে আছে।  


মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম ও পানছড়ি  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো.  জসিম উদ্দিন  পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের জোর পূর্বক পুশ ইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবি ও পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 


এর আগে চলতি মাসে দফায় দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৮১ জন ও ৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।