বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার সময় তিনি জানিয়েছিলেন, কেবল একটি “টি-টোয়েন্টি ইনিংস” খেলেই বিদায় নেবেন। তবে এবার তিনি সেই ইনিংসটিকে লম্বা করতে চান।
আজ মঙ্গলবার সকালে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে বুলবুল নির্বাচন করার ঘোষণা দেন। পরে বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যে কাজগুলো শুরু করেছিলাম, সেগুলো ভালোভাবে এগোচ্ছে। আমি চাই এগুলো যেন অর্ধেক ফেলে না রেখে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই আবার নির্বাচন করার মূল কারণ।”
বুলবুল আরও বলেন, “আমি বলেছিলাম কুইক ইনিংসের কথা, কিন্তু সেটা এখনো শেষ হয়নি। যদি কন্টিনিউ করতে পারি, টি-টোয়েন্টি থেকে ওয়ানডেতে যাব। আমাদের যে সম্ভাবনা আছে, সেটা পরের ধাপে নিয়ে যেতে চাই। সেই কাজগুলো করার জন্যই আমি কন্টিনিউ করতে চাই।”
উল্লেখ্য, গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবিতে সভাপতির পদে পরিবর্তন আসে। নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে ফারুক আহমেদ দায়িত্ব নেন। পরে অভিযোগের কারণে তাঁকেও সরিয়ে সভাপতি করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে, যিনি এর আগে আইসিসির চাকরি ছেড়ে এসে দায়িত্ব নিয়েছিলেন।
আগামী অক্টোবরেই অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।