ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে জলাবদ্ধতায় ৬ হাজার একর কৃষি জমির বোরো চাষ হুমকিতে ‎

‎কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের কলমা ইউনিয়নের বিল মাকসা মৌজার নদীর প্রবেশদ্বার পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় কৃষি কাজে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এর ফলে প্রায় ৬ হাজার একর কৃষি জমিতে আসন্ন রবি মৌসুমে বোরো বীজতলা ও অন্যান্য রবি শষ্য চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।
  • আপলোড তারিখঃ 11-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 24073 জন
অষ্টগ্রামে জলাবদ্ধতায় ৬ হাজার একর কৃষি জমির বোরো চাষ হুমকিতে ‎ ছবির ক্যাপশন: বিল মাকসা, ছবি: অজিত দত্ত।
ad728

অষ্টগ্রামে জলাবদ্ধতায় ৬ হাজার একর কৃষি জমির বোরো চাষ হুমকিতে ‎

অজিত দত্ত, স্টাফ রিপোর্টার:

‎কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের কলমা ইউনিয়নের বিল মাকসা মৌজার নদীর প্রবেশদ্বার পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় কৃষি কাজে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এর ফলে প্রায় ৬ হাজার একর কৃষি জমিতে আসন্ন রবি মৌসুমে বোরো বীজতলা ও অন্যান্য রবি শষ্য চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।

‎স্থানীয় কৃষকরা জানান, নদীর প্রবেশমুখ ভরাট হয়ে থাকায় জমির পানি স্বাভাবিকভাবে বর্ষার নিষ্কাশন হচ্ছে না। এতে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং জমি চাষাবাদের উপযোগী হয়ে উঠতে দেরি হচ্ছে। শুধু তাই নয়, শুকনো মৌসুমে নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় সেচ সংকট দেখা দেয়, ফলে প্রতি বছর কৃষকদের উৎপাদন ব্যাহত হয়। তারা জানান, নদী খননের মাধ্যমে পলি অপসারণ ও পানি প্রবাহ স্বাভাবিক করা গেলে জলাবদ্ধতা ও সেচ সংকট দুটো সমস্যাই সমাধান সম্ভব।

‎এ বিষয়ে স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত প্রতিবেদন জমা দিয়েছেন। অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ দিলশাদ জাহান বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), কিশোরগঞ্জকে ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেছেন।

‎বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। শীঘ্রই সরেজমিনে তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন পাঠানো হবে।”


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান