ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে সুজনের নবযাত্রা শুরু, আহ্বায়ক কমিটির প্রথম সভা সম্পন্ন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শাখার সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নবযাত্রা শুরু, নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 07-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 797 জন
কটিয়াদীতে সুজনের নবযাত্রা শুরু, আহ্বায়ক কমিটির প্রথম সভা সম্পন্ন ছবির ক্যাপশন: সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নব গঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা
ad728


মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শাখার সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নবযাত্রা শুরু, নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কটিয়াদী উপজেলা শাখার আহবায়ক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ধ্রুব রঞ্জন  দাসের সঞ্চালনায় সভার শুরুতেই সদ্য প্রায়াত সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জাতীয় কমিটির সদস্য, বিশিষ্ট নারী অধিকারকর্মী, লেখক ও গবেষক ড. রওশন জাহানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন উক্ত কমিটির সদস্য ও ক‌টিয়াদী রি‌পোর্টার্স ইউনি‌টির সভাপ‌তি অধ্যক্ষ ফজলুল হক

জোয়ারদার আলমগীর, ক‌টিয়াদী রি‌পোর্টার্স ইউনি‌টির সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল হায়দার টিটু, কটিয়াদী পাইলট উচ্চ

বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ, ডাক্তার শামীম ভুঁইয়া,

জাতীয় সাংবাদিক সংস্থার কটিয়াদী উপজেলা ইউনিটির সভাপতি  সাংবাদিক মাইনুল হক মেনু, কটিয়াদী উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক  ও সাংবাদিক মাসুম পাঠান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহসান হাবিব সাধু, সাংবাদিক খায়রুল ইসলাম, সাংবাদিক ছাইদুর রহমান নাঈম,  কবি জাহাঙ্গীর হোসেন।

এছাড়া দৈনিক বাংলাদেশর খবরের কটিয়াদী উপজেলা প্রতিনিধি মিজানু‌র রহমান ও সমাজ‌সেবক আসাদুজ্জামান আসাদ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১২ অক্টোবর সুজন-সুশাসনের জন্য নাগরিক এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক  ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন করেন।  সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয় বলে জানান আহ্বায়ক মো. হারুন অর রশিদ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান