ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রসাশন ও কটিয়াদী পৌরসভার যৌথ আয়োজনে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 24-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11062 জন
কটিয়াদীতে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ছবির ক্যাপশন: উদ্বোধন
ad728


মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার ;

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রসাশন ও কটিয়াদী পৌরসভার যৌথ আয়োজনে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কটিয়াদী বাসষ্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা,  পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন, সহকারী প্রকৌশলী মহিউদ্দিন, হিসাব রক্ষক মোঃ জসিম উদ্দিন, কার্যসহকারী দেলোয়ার হোসেন রকিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিক ও পরিচ্ছন্ন কর্মীগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ রোগজীবাণু এবং বিভিন্ন রোগ বিস্তার রোধ করতে সাহায্য করে। পরিবেশ এবং জনস্বাস্থ্য সুরক্ষার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হল আমাদের একটি প্রচেষ্ঠা মাত্র। এই প্রচেষ্টার মাধ্যমে এলাকার রাস্তাঘাট, জনসমাগম স্থান এবং বাড়ি-ঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সাধারণত আবর্জনা পরিষ্কার করা, বর্জ্য ব্যবস্থাপনা, এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি হয়ে থাকে। যেসব জায়গায় ময়লা আবর্জনা থাকে, সেসকল স্থান পরিষ্কার করে রাখতে হবে। তিনি আরও বলেন কটিয়াদী বাসষ্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন স্থানে প্রায়ই যাজট রেগে থাকে। এসকল যানজট নিরসরে কার্যকরী ভূমিকা নিতে হবে। তাছাড়া কটিয়াদী বাসষ্ট্যান্ডে প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ার কারনে সাধারন জনগণ নানা দূর্ভোগে পড়তে হয়। বাসষ্ট্যান্ডের যানজট নিরসরে জন্য একটি ফ্লাইওভার নির্মানের চেষ্ঠা করে যাচ্ছি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল