ঢাকা | বঙ্গাব্দ

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
  • আপলোড তারিখঃ 18-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 185666 জন
কসবায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

অধ্যাপক শেখ কামাল উদ্দিন(কসবা প্রতিনিধি) 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, গোপিনাথপুর গ্রামের আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫২) ও আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২২)। নিহত উভয়ে আপন চাচাতো ভাই। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশে একটি ডোবা থেকে মাছ ধরার জন্য ইলেকট্রিক মোটরের সাহায্যে পানি সেচ করছিল। মাছ ধরার প্রস্তুতি নেয়ার সময় মোটর থেকে ইলেকট্রিক লাইন খুলতে গিয়ে আবুল খায়ের ও জাকারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত