ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি, চোখ তুলে ফেলার চেষ্টা

মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় একজনের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
  • আপলোড তারিখঃ 10-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 41821 জন
মাদারীপুরে চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি, চোখ তুলে ফেলার চেষ্টা ছবির ক্যাপশন: চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি
ad728



মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় একজনের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় একই এলাকার ওয়াজেদ শেখের ছেলে জাকির শেখ (৫০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন হলেন পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকার আলতা মাতুব্বরের ছেলে ইসরাফিল মাতুব্বর (৪০) এবং শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে বাবুল শিকদার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুরি-ডাকাতি রোধে পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় নিয়মিত পাহারা দিয়ে থাকে স্থানীয় যুবসমাজ। শনিবার মধ্যরাতে ওই এলাকায় তিন যুবকের সন্দেহজনক চলাফেরা দেখে পাহারাদাররা ধাওয়া করে তাদের আটক করেন এবং গণপিটুনি দেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা জাকির শেখের দু’চোখ উৎপাটনের চেষ্টা করে।

খবর পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক বেল্লাল হোসেন ঘটনাস্থলে গিয়ে তিনজনকেই হেফাজতে নেন। পরে তাদের সদর মডেল থানায় পাঠানো হয়। গুরুতর আহত জাকির শেখকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। অপর দুইজন বর্তমানে সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।


মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।