আনহার আলী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তঘেষা নিশ্চিন্তপুর গ্রামে চোরাচালানের বিরোধে নিজেদের মধ্যকার সামাজিক বৈঠকে ব্যর্থ হয়ে দা দিয়ে কুপিয়ে জুবেল মিয়া (৫০) নামে এক চোরাকারবারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবার দায়ের করা মামলায় পুলিশ ৪ জনকে আটক করেছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
রোববার দুপুরে সরেজমিন খোঁজ নিয়ে গ্রামবাসী সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরার কৈলাশহর সীমান্ত ঘেষা এই এলাকা। এখানে চোরচালান কারবারী ও চোরাচালান বহকারী চক্র দুটোই শক্তিশালী। তাদের ভয়ে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কোন কথা বলে না। এবং তাদের কাজেও কেউ বাঁধা দেয় না। তবে প্রায়ই তাদের নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে।
কয়েকদিন আগে চোরাচালান ব্যবসায়ী ও বহনকারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে তাদের নিজেদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় সামাজিক বৈঠকে কোন সমাধান না হলে উভয় পক্ষেল মাঝে প্রথমে তর্ক বিতর্ক হয়ে হাতাহাতির পর দা দিয়ে কুপিয়ে চোরকারবারী জুবেল মিয়াকে ঘটনাস্থলেই হত্যা করা হয়।
ঘটনার খবর পেয়ে রাতেই কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার কুলাউড়া সার্কেল কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা লাশের সুরত হাল তৈরী করে ময়না তদন্তের জন্য রোববার সকালে লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
শরীফপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য জয়নুল ইসলাম বলেন, চোরাচালানের মালামাল বহনকারী কারবারীদের দুই পক্ষের মাঝে বিরোধ ছিল। এ বিরোধ মিমাংসায় তারা নিজেরা শুক্রবার সন্ধ্যার পর বৈঠক করে ব্যর্থ হলে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা রহমত আলী রাতেই কুলাউড়া থানায় একটি হত্যা মামলা করলে পুলিশ আশাহিদ মিয়া, সুমন মিয়া, আতিক মিয়া ও আক্কাছ আলীকে আটক করেছে।
কুলাউড়া থানার এসআই ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা সুজন তালুকদার এ প্রতিনিধিকে বলেন, চোরাচালান নিয়ে এ ঘটনা ঘটেছে। বাকী আসামীরেদর গ্রেফতারের চেষ্টা চলছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।