মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় ঈদকে সামনে রেখে মজুত করা সাড়ে তিন হাজারের বেশি প্যাকেট আতশবাজি জব্দ করা হয়েছে এবং দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ শুক্রবার সন্ধ্যার দিকে শহরের ভাটকান্দি দক্ষিণপাড়ার দুটি বাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।
গ্রেফতার দুজন হলেন- বগুড়া শহরের মালতিনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩৩) ও ভাটকান্দি দক্ষিণপাড়ার মৃত আকবর আলী প্রামাণিকের ছেলে হারুন প্রামাণিক (২৮)।পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ আতশবাজি নিজ নিজ বাড়িতে মজুত করেন। গোপনে এমন খবর পেয়ে শুক্রবার সন্ধ্যার দিকে শহরের ভাটকান্দি দক্ষিণপাড়ার হাতেম আলী ও হারুন প্রামাণিকের বাড়িতে অভিযান চালিয়ে তিন হাজার ৫৪০ প্যাকেট আতশবাজি এবং এসব তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।জব্দ করা আতশবাজির বাজারমূল্য প্রায় দুই লাখ ১২ হাজার ৪০০ টাকা। আতশবাজি মজুতের সঙ্গে জড়িত জুয়েল রানা ও হারুন প্রামাণিক নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪, ৫, ও ৬ ধারায় মামলা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।