ইকবাল হোসাইন (পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে জামায়াতে ইসলামীর মোহাম্মদ পুর ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৮ মার্চ) বিকাল পাঁচটা থেকে মোহাম্মদ পুর ইউনিটের সভাপতি হাফেজ মোঃ কাউছার এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়েত ইসলামী'র সভাপতি মোঃ জাকির হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন, দেশমাতৃকা ও জনগনের সেবায়, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় প্রতিরোধে এবং সমাজের ঐক্য ধরে রাখতে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান।
পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রাশেদুজ্জামান অলি, মোহাম্মদ পুর ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ কামাল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।