ঢাকা | বঙ্গাব্দ

দ্রুত ঘোষণাপত্র প্রকাশের তারিখ ঘোষণার দাবি

সরকারের বিরুদ্ধে অনীহার অভিযোগ করে আগামী জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তারা বলেন— সরকারের বৈধতার জন্যও এই ঘোষণাপত্রের প্রয়োজন, তাই অতি দ্রুত তারিখ ঘোষণা করতে হবে।
  • আপলোড তারিখঃ 16-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 228126 জন
দ্রুত ঘোষণাপত্র প্রকাশের তারিখ ঘোষণার দাবি ছবির ক্যাপশন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
ad728

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, গত ১৫ দিনে প্রোক্লেমেশন ইস্যুতে সরকারের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও শুরু করেনি। আমরা সরকারের এই অনীহা ও ধীরগতির তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, সরকারকে মনে রাখতে হবে, খোদ তার নিজের বৈধতার স্বীকৃতির জন্যই অবিলম্বে জুলাই প্রোক্লেমেশন জারি করা দরকার। বিদ্যমান সংবিধানের ১০৬ অনুচ্ছেদের মতো আইনি বাধ্যবাধকতাহীন অনুচ্ছেদ এই সরকারের বৈধতার পূর্ণাঙ্গ ভিত্তিমূল হতে পারে না।
১৫ জানুয়ারির আল্টিমেটামের আগের দিন সরকারের পক্ষ থেকে  জানানো হয়,  রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলোচনা করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, সরকারের উচিত জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ধারণ করে প্রোক্লেমেশন প্রস্তুত করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বলেন, তারা যেন মতপার্থক্য ভুলে সকলে এক হ বাংলাদেশের স্বার্থে  কাজ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু।