ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে আমবাগান কেটে জমি দখল চেষ্টার অভিযোগ

নওগাঁর সাপাহারে আমবাগান কেটে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার গোয়ালা ইউনিয়নের আলাদীপুর গ্রামের মোসাঃ নূর জাহান (৫১) সাপাহার থানায় লিখিত অভিযোগে জানান, তিনি ওয়ারিশ ও ক্রয় সূত্রে ১ একর ১৫ শতাংশ জমির মালিক ও ৫০ বছর ধরে ভোগদখলে রয়েছেন।
  • আপলোড তারিখঃ 10-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 40151 জন
সাপাহারে আমবাগান কেটে জমি দখল চেষ্টার অভিযোগ ছবির ক্যাপশন: কেটে ফেলা আমবাগান
ad728



স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে আমবাগান কেটে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার গোয়ালা ইউনিয়নের আলাদীপুর গ্রামের মোসাঃ নূর জাহান (৫১) সাপাহার থানায় লিখিত অভিযোগে জানান, তিনি ওয়ারিশ ও ক্রয় সূত্রে ১ একর ১৫ শতাংশ জমির মালিক ও ৫০ বছর ধরে ভোগদখলে রয়েছেন।


অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৪ জুলাই দুপুরে প্রতিপক্ষরা জমিতে প্রবেশ করে তার রোপিত আমগাছ ও বাঁশের বেড়া কেটে ফেলার চেষ্টা করে। এসময় তিনি বাধা দিলে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে প্রতিপক্ষরা।


পরে ৪ আগস্ট সকাল ১১টার দিকে পুনরায় প্রতিপক্ষরা জমিতে প্রবেশ করে ৫ বছর বয়সী প্রায় ১৫০টি আমগাছ গোড়া থেকে কেটে ফেলে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নূর জাহান। তিনি বিষয়টি জানতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানান। এরপর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।


গোলাম মোস্তফা ও শফিকুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, নূর জাহান দীর্ঘদিন যাবৎ জমিতে বিভিন্ন ফসল সহ আম বাগান করে ভোগ দখল করে আসছে। ২০২২ সালের একটি দলিল দেখিয়ে প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে। 


প্রতিপক্ষ হাসান আলীর সাথে কথা হলে তিনি জানান, আমার স্ত্রী লাইলি বেগম ওই জমি পৈত্রিক সূত্র প্রাপ্ত হওয়ায় জমিটি দখল মুক্ত করতে আমগাছগুলো কেটে ফেলা হয়েছে।


এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।