ঢাকা | বঙ্গাব্দ

দিঘীনালার বোয়ালখালী বাজারে আগুনে ভস্মীভূত ১৬ দোকান

খাগড়াছড়ি জেলার দীঘিনালা বোয়ালখালী বাজারে মাত্র ১৯ দিনের ব্যবধানে ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১৬ টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে।
  • আপলোড তারিখঃ 26-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 22844 জন
দিঘীনালার বোয়ালখালী বাজারে আগুনে ভস্মীভূত  ১৬ দোকান ছবির ক্যাপশন: দিঘীনালার বোয়ালখালী বাজারে আগুনে ভস্মীভূত ১৬ দোকান
ad728


সেলিম হোসেন মায়া (স্টাফ রিপোর্টার):

 খাগড়াছড়ি জেলার দীঘিনালা বোয়ালখালী বাজারে মাত্র ১৯ দিনের ব্যবধানে ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  এতে ১৬ টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। 


মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বোয়ালখালি নতুন বাজারে এই ঘটনা ঘটে। জেলা সদর ও দীঘিনালা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে একটি দোকান থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে হোটেল, মুদি দোকান, কুলিং কর্নার ও কাঠের দোকানসহ প্রায় ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকের হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  আনুমানিক ১০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। তদন্তের পর আগুন লাগার কারণসহ ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার