ইকবাল হোসাইন (পানছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ির পানছড়িতে ছাত্রদলের উদ্যোগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন' করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ছাত্রদলের আহব্বায়ক দিদার হোসেন'র নেতৃত্বে এ আয়োজন করা হয়।
এসময় বক্তারা, মাননীয় উপদেষ্টার নিকট আকুল আবেদন ও অনুরোধ করে বলেন জাহিদুল ইসলাম পারভেজকে যে সকল সন্ত্রাসীরা ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে তাদের কে খুব দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি আওতাধীন আনতে হবে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ দিদার হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ মাহফুজ, দপ্তর সম্পাদক খন্দকার মামুন, কলেজ আহহবায়ক মোঃ জিয়াউল হক সহ ৩০/৩৫ জন।