ঢাকা | বঙ্গাব্দ

ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

যশোরের ঝিকরগাছায় যশোর–বেনাপোল মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 15-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6818 জন
ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ছবির ক্যাপশন: প্রতীকি ছবি
ad728



হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

যশোরের ঝিকরগাছায় যশোর–বেনাপোল মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলিপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে। তিনি নিজেই পিকআপ ভ্যান (যশোর-ন-১১-০৩৯৪) চালিয়ে যাচ্ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, পারবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজের একটি দূরপাল্লার বাস (ঢাকা মেট্রো-ব-১২-৩৬৯৩) উল্টো পথে প্রবেশ করে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপচালক রুহুল কুদ্দুস। সংঘর্ষের পর বাসচালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করেন। পরে নাভারণ হাইওয়ে থানা পুলিশ মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি এবং দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।