মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রামের ইউনিয়নের নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সংগঠনের কার্যালয় সংলগ্ন স্থানে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ভোধন করেন, নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ নাজমুল হুদা খোকন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের নবনির্বাচিত উপদেষ্ঠা কুয়েত প্রবাসী মোঃ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ উপদেষ্টা মোঃ মজিবুর রহমান মজলু মুন্সী, ফজলুর রহমান, সবির উদ্দিন, মোঃ ফুল মিয়া (নবনির্বাচিত উপদেষ্টা), মোঃ মিজান মিয়া (খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক)।
অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিত উপদেষ্টা জনাব জয়নাল আবেদীন কুয়েতি তিনি তার বক্তব্যে বলেন নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের বিগত চার বছরের কার্যক্রমের সকল মহলে প্রশংসনীয় হয়েছে। এই সংগঠনের মাধ্যমে সমাজ পরিবর্তন ও উন্নয়নের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন মানব সেবার দায়িত্ব সুন্দরভাবে পালন করে যাচ্ছে। বিশেষ করে সংগঠনের সভাপতি সাব্বির রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক বকুল ইসলাম-এর সু-চিন্তা ও সুন্দর আদর্শ সমাজ গঠনের মহৎ উদ্দেশ্য আমাদেরকে মুগ্ধ করেছে। তাদের নেতৃত্বেই এই সংগঠন প্রতিষ্ঠিত হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে আমার পূর্ণ সহযোগিতা থাকবে। তিনি তরুণদের সমাজ উন্নয়নে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন
যুব সমাজের হাতে রয়েছে পরিবর্তনের চাবিকাঠি। আমাদের কাজ হবে যুবসমাজকে ইতিবাচকের দিকে ধাবিত করা। নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনে সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী বকুল ইসলাম তার বক্তব্যে প্রবাসীদের পক্ষ থেকে সংগঠনের প্রতি একাত্মতা ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সংগঠেিনর সাংগঠনিক সম্পাদক আল আমিন আহমেদ সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন এবং নতুন প্রজন্মকে সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। সহ-ক্যাশিয়ার সাদেক হোসেন খোকা সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও দায়িত্বশীলতার বিষয়টি তুলে ধরে বলেন যে, সবার সহযোগিতা ও আস্থাই সংগঠনের মূল শক্তি। সংগঠনের উপদেষ্টা তায়েফ খান প্রবাস থেকেও অনলাইনে যুক্ত হয়ে প্রাণবন্ত বক্তব্য রাখেন তিনি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মাদক সমাজের শত্রু, মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি ভূমিকা রাখতে হবে আমাদের তরুণ প্রজন্মকে। শিক্ষা, খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকলেই মাদকমুক্ত প্রজন্ম তথা সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া দেয় সংগঠনটি। অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা নিজ হাতে ফলদবৃক্ষ রোপণ করে সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার করেন। অনুষ্টানটি ছিল নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের জন্য এক মিলনমেলা ও সামাজিক অঙ্গীকারের দিন।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন আবু বকর সিদ্দিক রকি।