ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৭১ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর এলাকার চৌরাস্তার মোড় এসআই (নিরস্ত্র) মোঃ নুরুন্নবী সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর চৌরাস্তার মোড়ে মোঃ জাহাঙ্গীর (৪০)কে সন্দেহ মূলে তল্লাশি চালানো হয়। পরে তার নিকট থেকে ১৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ জাহাঙ্গীর (৪০) খুলনা জেলার খালিশপুর থানার আলমনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি মোঃ রওশন আলী জানান, উদ্ধারকৃত আলামতগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।