ঢাকা | বঙ্গাব্দ

চোরাচালানের অবৈধ মালামাল সহ পানছড়িতে আটক ৫। ‎

  • আপলোড তারিখঃ 03-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 30633 জন
চোরাচালানের অবৈধ মালামাল সহ পানছড়িতে আটক ৫।  ‎ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

ইকবাল হোসাইন, পানছড়ি,খাগড়াছড়ি পার্বত্য জেলা :

খাগড়াছড়ি জেলার পানছড়িতে চোরাচালানের অবৈধ মালামাল সহ পানছড়ি থানার পুলিশ ৫ জনকে আটক করেছে।

বুধবার(২ জুলাই) দুপুর তিনটার দিকে নিয়মিত টহলে কলোনীপাড়া এলাকায় যাত্রীবাহি পিকআপে তল্লাশি চালিয়ে এএসআই ফারুক ও তার সঙ্গীয় ফোর্স গন বিপুল পরিমানে অবৈধ চোরাচালানের ভারতীয় কসমেটিক, প্রসাধনী তৈল, চাপাতা ,গুড়োদুধ , ভিম ওয়াশিং সাবান ,সান সিল্ক শেম্পু , ক্লিনিক প্লাস, ছাতা, বিভিন্ন ধরনের সাইড ব্যাগ, লাক্স ,জিও , ভাইবাল , নির্মা সাবান আটক করে। 

‎থানা সুত্র জানায় ,আটককৃতরা খাগড়াছড়ি জেলা সদরের শুনিতি ময় চাকমা (৪৫) ,রুকি তালুকদার (৪২)ও একই জেলার মহালছড়ি উপজেলার রিংকু চাকমা(৪০),সুজদা চাকমা (৩৫),রুপনা চাকমা(৪৪)। 

‎সুত্র জানায়, সীমান্ত সংলগ্ন রত্নগীরি অরন্য কুটিরের ঢালাই কাজে স্বেচ্ছাশ্রমে অনেকেই শ্রম দেন। তারই সুবাদে বুধবার সেখানে বিভিন্ন উপজেলা থেকে আগত লোকজন ভীড় জমায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী চোরাচালানের মালামাল নিয়ে যায়। 

‎পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালান , মাদক ও অপরাধ দমনে থানা পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। চোরাচালানের সাথে সম্পৃক্ত ব্যাক্তিদের মামলার সাথে উচ্চ আদালতে খাগড়াছড়ি পাঠানো হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল