ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় নাগরিক সমাজ সংগঠনগুলোর হাব গঠন

  • আপলোড তারিখঃ 30-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 178867 জন
নওগাঁয় নাগরিক সমাজ সংগঠনগুলোর হাব গঠন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

স্টাফ রিপোর্টারঃ  নওগাঁয় ১৯টি নাগরিক সমাজ সংগঠনের সমন্বয়ে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) হাব গঠন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) আয়োজিত এক অনুষ্ঠানে এ হাব গঠন করা হয়।

এই হাব বা প্লাটফর্ম নওগাঁর নাগরিক সমাজ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে নাগরিকের মৌলিক অধিকার রক্ষা ও গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র ও নাগরিকের যোগসূত্র হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে সবার মতামতের ভিত্তিতে ১ বছর মেয়াদী সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফজলুল হক এবং সাধারণ সম্পাদক তছলিম উদ্দীন, সহ-সভাপতি হাছিনা বেগম, যুগ্ন সম্পাদক এস এম রায়হান আলম, কোষাধ্যক্ষ অজিত মুন্ডা, সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান, যুব ও নারী সম্পাদক আহসান হাবীব, সাংস্কৃতিক সম্পাদক মোকছেদুল আলম এবং নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রোজিনা বেগম।

বিডিওর নির্বাহী পরিচালক আকতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমিনা খাতুন, নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাবেদ ইকবাল, জেলা তথ্য অধিদপ্তরের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ মাসুদুল আলম প্রমুখ।

মানবাধিকার, সুশাসন ও সামাজিক ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নে অবদান রাখতে নবগঠিত প্লাটফর্মটির প্রতি আহ্বান জানান বক্তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ