ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে টাস্কফোর্স গঠন

বদলে যাচ্ছে ফুটবলের ইতিহাস। ২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাবে ফুটবলের ইতিহাস আর বিশ্ব নতুন ধাঁচের বৈশ্বিক এক টুর্নামেন্টের সাক্ষী হতে যাচ্ছে।এই প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে-কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। ফুটবল ইতিহাসে বিশ্বকাপে এই প্রথমবারের মতো খেলবে ৪৮টি দেশ।টুর্নামেন্টটির আয়োজনে যেনো কোনো রকম ঘাটতি না থাকে তাই সেদিকে নজর দিচ্ছে দেশগুলো।
  • আপলোড তারিখঃ 08-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 165331 জন
ট্রাম্পের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে  টাস্কফোর্স গঠন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


নিউজ ডেস্ক : বদলে যাচ্ছে ফুটবলের ইতিহাস। ২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাবে ফুটবলের ইতিহাস আর বিশ্ব নতুন ধাঁচের বৈশ্বিক এক টুর্নামেন্টের সাক্ষী হতে যাচ্ছে। এই প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে-কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। ফুটবল ইতিহাসে বিশ্বকাপে এই প্রথমবারের মতো খেলবে ৪৮টি দেশ।টুর্নামেন্টটির আয়োজনে যেনো কোনো রকম ঘাটতি না থাকে তাই সেদিকে নজর দিচ্ছে দেশগুলো।    


বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য একটি টাস্কফোর্স গঠন করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তিনি নিজেই এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন।


দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের এই দুই প্রতিবেশী দেশ মেক্সিকো এবং কানাডা নিয়ে বেশ কঠোর ট্রাম্প। শুল্ক আরোপ করা নিয়ে এ দুই দেশের সঙ্গেই তাঁর সম্পর্ক এখন বেশ শীতল।


প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে এই টাস্কফোর্সের কাজ হবে, ফেডারেল সরকারের নিরাপত্তা এবং টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনায় সমন্বয় সাধন করা। যে বিষয়টা বিশ্বব্যাপী লাখো পর্যটককে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো সফরে আকর্ষণ করবে বলা আশা করছেন তারা।


গত শুক্রবার (৭ মার্চ) ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিশ্বকাপের আয়োজন করার বিষয়টি আমাদের দেশের জন্য গর্বের।’ একই সঙ্গে তিনি এটাও জানান, আরও খেলাধুলার আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র।


ফুটবল ইতিহাসে এই প্রথম বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দলে।খুব স্বাভাবিকভাবেই বাড়ছে বিশ্বকাপের ব্যাপ্তি ও ম্যাচের সংখ্যাও। ৩০-৩২ দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে ৩৯ দিনের, ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০৪টিতে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।