মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে “সমাজে উদ্ভাবন, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যে একটি র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকালে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত সরকার এবং ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ।
মহড়ায় অংশ নেয় ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে বাস্তবিক ধারণা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা ও প্রস্তুতি অপরিহার্য। পরিবার ও সমাজ পর্যায়ে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণই পারে দুর্যোগের ক্ষতি কমাতে।