ঢাকা | বঙ্গাব্দ

বেনাপোলে ১১ প্রবীণ শ্রমিককে বিদায় সম্মাননা

বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর পক্ষ থেকে ১১ জন প্রবীণ শ্রমিককে সম্মান জানিয়ে বিদায় দেওয়া হয়েছে। এসময় প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
  • আপলোড তারিখঃ 25-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 40416 জন
বেনাপোলে ১১ প্রবীণ শ্রমিককে বিদায় সম্মাননা ছবির ক্যাপশন: প্রবীণ শ্রমিকদের বিদায়ী সম্মাননা
ad728



হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর পক্ষ থেকে ১১ জন প্রবীণ শ্রমিককে সম্মান জানিয়ে বিদায় দেওয়া হয়েছে। এসময় প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রমিক নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। অনুদানপ্রাপ্ত প্রবীণ শ্রমিকরা হলেন, আশাদুল, আব্দুল্লাহ, মোমিনুর রহমান, ইয়াছিন, জাফর মিয়া, মহাসিন, মনিরুল, আকরম, আরফাত, নাজমুল হোসেন ও হেকমত আলী।


অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি বলেন, আমাদের দায়িত্ব নেওয়ার আগে ইউনিয়নের শ্রমিকরা কোনো সঞ্চয় সুবিধা পাননি। আমরা শ্রমিকদের অল্প অল্প করে জমানো টাকা থেকেই আজ প্রবীণদের আর্থিক সহায়তা দিয়ে বিদায় জানাচ্ছি। এই ঐক্যই আমাদের শক্তি।


সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, ৫ আগস্টের পর থেকে বন্দরে কাজ কমে গেলেও শ্রমিকদের বেতন কমানো হয়নি। শ্রমিকদের কষ্টার্জিত টাকা সুরক্ষিত রেখে আমরা ফান্ড গড়ে তুলেছি। সেই ফান্ড থেকেই আজ প্রবীণ শ্রমিকদের সম্মাননা দেওয়া সম্ভব হয়েছে।


অনুষ্ঠানে ইউনিয়নের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, বন্দর বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদকসহ সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।


শ্রমিকরা এ উদ্যোগকে শ্রমিক ঐক্যের এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, জীবনের শেষ প্রান্তে এমন সম্মাননা পাওয়া তাদের জন্য এক বিশাল প্রাপ্তি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান