ঢাকা | বঙ্গাব্দ

ক্ষিধা এক আর্তনাদ

ক্ষিধা এক আর্তনাদ
  • আপলোড তারিখঃ 06-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1842 জন
ক্ষিধা এক আর্তনাদ ছবির ক্যাপশন: কবি আমিনুল হক নজরুল
ad728

ক্ষিধা এক আর্তনাদ

(গদ্য কবিতা)

-আমিনুল হক নজরুল 


রাতে কেউ একজন ক্ষুধার্ত হয়ে ঘুমোয় না, 

সে জেগে থাকে,তার ভেতরে আগুন জ্বলে। 

শহরের আলো তাকে ডাকে না,

কবিতার পৃষ্ঠা তার কাছে কাগজ মাত্র; 

সে চিবিয়ে খায় শব্দ,গিলে ফেলে ছন্দ,ভুলে যায় মানুষ।


ক্ষুধা যখন আসে,

তখন পৃথিবী এক অদ্ভুত অন্ধকারে ঢেকে যায়,

সেখানে ন্যায়-অন্যায়,মায়া-মমতা,প্রেম-

সবই মুছে যায় ধীরে ধীরে,

যেন জোছনার আলোয় বিলীন হয় মৃত পাতার ছায়া।


ক্ষুধা এক মহান ঔষধ,

যা-সবকিছু ভুলিয়ে দেয়। 

ভুলিয়ে দেয় বুকের সমস্ত সুর,

ভুলিয়ে দেয় ইতিহাসের পৃষ্ঠা,

ভুলিয়ে দেয় নিজের মুখটাও আয়নায়। 


আমি তখন কেবল এক দেহ, 

আগুনে জ্বলা দেহ; 

আমার সমস্ত কাব্য মুছে যায় ক্ষুধার জ্বালায়।


ভালোবাসা তখন সস্তা হয়ে যায়, 

বিক্রি হয়ে যায় এক মুঠো ভাতের দামে। 

কবিতার ডায়েরি ছিঁড়ে ফেলি, 

কালি মিশে যায় জলের সঙ্গে।


আমি জানি-তোমরা বুঝবে না। 

ক্ষুধার যন্ত্রণা বোঝা যায় না শব্দে, 

বোঝা যায় না আলোয়; 

বোঝা যায় কেবল অন্ধকারের গন্ধে, 

যেখানে মানুষ কেবল বাঁচতে চায়,আর কিছু নয়।


ক্ষুধা! তুমি সেই ঔষধ, 

যে আমার সমস্ত মানবতাকে নিঃশেষ করে দিয়েছ; 

তবু তোমার আগুনেই আমি আজও বেঁচে আছি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান