নিউজ ডেস্ক :
প্রায় চব্বিশ বছর আগে,২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলাটি আলোচিত হয়েছিল সারা দুনিয়ায়। হালমাটির সময়ে মার্কিনে থাকার কারণে ‘মূল্য’ চোকাতে হয়েছিল বলিউড অভিনেতা সুনীল শেঠিকে। ঘিরে ধরেছিল মার্কিন পুলিশ তাকে। বন্দুক উঁচিয়ে ধরে বলা হয়েছিল, ‘মাথা নিচু না করলে গুলি করব’।
বহু বছর পর এক সাক্ষাৎকারে সে সময়ের ঘটনা শেয়ার করলেন অভিনেতা নিজেই।
তিনি জানান, তিনি তখন লস অ্যাঞ্জেলসে ছিলেন। শুটিং চলছিল ‘কাঁটা’ সিনেমার। সুনীল যে হোটেলে ছিলেন সেখানেই তাকে ভীষণ বিপত্তির মধ্যে পড়তে হয়েছিল।
তিনি বলেন, ‘আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল দাড়িটার জন্যই।’ এর মাত্র কয়েকদিন আগেই আমরা শুটিং শুরু করেছি। আমি হোটেলে ঢুকে পড়ে লিফটে উঠেছি, মনে পড়ল চাবি ফেলে এসেছি। এক মার্কিন ভদ্রলোক সামনেই ছিল।
তার কাছে জানতে চাইলাম, ‘আপনার কাছে কি চাবি আছে। আমারটা ফেলে এসেছি। আমার সহকর্মীরা এখানে নেই।’
উনি তখন সঙ্গে সঙ্গে দৌড়তে শুরু করে হইচই ফেলে দিলেন একেবারে।
কিছুক্ষণের মধ্যেই পুলিশ ছুটে এসে বন্দুক তাক করে বলছেন, ‘মাথা নিচু না করলে গুলি করব।’
অভিনেতা সুনীল জানিয়েছেন, তাকে হাঁটুতে ভর দিয়ে বসতে বলা হয়েছিল। হাতে পরানো হয়েছিল হাতকড়া। যদিও শেষ পর্যন্ত প্রোডাকশন টিম ও হোটেলের ম্যানেজার সেখানে উপস্থিত হওয়ায় বড়সড় সমস্যায় আর পড়তে হয়নি তাকে।