ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ২ নং ওয়ার্ডের হরিদার ঘোনা পল্লনের পাড়ায় পুকুরের পানিতে ডুবে জমজ ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।
  • আপলোড তারিখঃ 24-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 60056 জন
চট্টগ্রামের লোহাগাড়ায় পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ২ নং ওয়ার্ডের হরিদার ঘোনা পল্লনের পাড়ায় পুকুরের পানিতে ডুবে জমজ ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।


শনিবার (২৪ মে) আনুমানিক দুপুর ২টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিদার ঘোনা পল্লনের পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা ঐ এলাকার বাসিন্দা আজিজুল হক মাঝির ৪ বছর বয়সী ছেলে আবির ও আদিল হোসেন।


স্থানীয় ইউপি মেম্বার মামুনুর রশীদ চৌধুরী পুকুরের পানিতে ডুবে জমজ শিশুদের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


নিহতের চাচা এনামুল হক জানিয়েছেন, প্রতিদিনের মতো আবির ও আদিল বাড়ির উঠানে খেলছিল। খেলতে খেলতে তারা পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে 

একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে। সাথে সাথে  উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানিয়েছেন, দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি তবে নিহত দুই জমজ শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত